ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে

রিজভীর অভিযোগ
সরকার পুরোনো পথে হাঁটতে শুরু করেছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা, হামলা-নির্যাতন এবং পাইকারি গ্রেপ্তার অভিযানে ঝাঁপিয়ে পড়ে আওয়ামী সরকারের প্রশাসন। ২০১৪ ও ২০১৮ সালের মতো একই প্রক্রিয়ায় পুরোনো পথে হাঁটতে শুরু করেছে তারা।

রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রদবদল ও পদোন্নতি শুরু হয়েছে। তবে এতো সব করে এবার আর পার পাওয়া যাবে না। কেননা জনগণ রাজপথে নেমেছে অধিকার আদায়ের আন্দোলনে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন হবে।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবীর খোকন, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মো. মুনির হোসেন, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সেলিমুজ্জামান সেলিম, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত