ধানমন্ডির সড়কের গাছকাটা বন্ধসহ ৮ দফা দাবি

প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়ক বিভাজকের গাছ কাটা বন্ধসহ আট দফা দাবি জানিয়েছে সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন কমিটি। একইসঙ্গে স্থানটিতে নতুন করে গাছ রোপণের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। রাতের আঁধারে গাছগুলো কাটা হয়েছে জানিয়ে আন্দোলনের সমন্বয়কারী আমিনুর রাজী বলেন, ‘সাত মসজিদ সড়কে আগ্রাসী প্রজাতির গাছ খুব একটা নেই। গাছগুলো কোনোভাবেই সড়ক ও নাগরিক নিরাপত্তার জন্য হুমকি নয়। গাছগুলো রেখেই সড়ক সম্প্রসারণ করা সম্ভব ছিল।’ আমিনুর রাজী বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের দেয়া কাজ শুরুর একটি নির্দেশপত্র রয়েছে, যেখানে কোথাও গাছ কাটার নির্দেশনা নেই। বলা যেতে পারে, অবৈধভাবেই গাছগুলো কাটা হয়েছে।

সিটি করপোরেশনের ভাষ্য, গাছগুলো সড়কদ্বীপের জন্য বেমানান ও ঝুঁকিপূর্ণ। তাহলে এই সড়কে যদি ভুল করে গাছ লাগানো হয়ে থাকে, সে ভুল করা কর্মকর্তাকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’ কমিটির দাবিগুলো হলো- ১. সাত মসজিদ সড়কদ্বীপে গাছ কাটা অবিলম্বে বন্ধ করা এবং কেটে ফেলা গাছগুলোকে স্থানীয় প্রজাতি দ্বারা প্রতিস্থাপন করা। ২. গাছ রোপণ করে তা আবার কেটে ফেলার রেওয়াজ বন্ধ করতে হবে। ৩. নগরে বনায়ন, গাছ রক্ষা ও কাটার প্রয়োজনে সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করতে হবে। ৪. সিটি করপোরেশন এলাকায় যে কোনো প্রকল্প গ্রহণে পরিকল্পনা প্রতিবেদন তৈরি, প্রযোজ্য ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট এসেসমেন্ট এবং সিটি করপোরেশনের নগর পরিকল্পনার শাখার যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।