ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বারিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বারিতে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের উদ্যোগে গতকাল ‘পেঁয়াজের স্মার্ট উৎপাদন প্রযুক্তি ও রোগ দমন ব্যবস্থাপনা’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ বারির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কৃষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

বারির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) সিনিয়র স্পেশালিস্ট (ফিল্ড ক্রপস) ড. নরেশ চন্দ্র দেব বর্মা এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রিভেলেন্স অফ মেজর প্রি অ্যান্ড পোস্ট-হারভেস্ট ডিজিস অফ অনিয়ন অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট প্রকল্প, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বারির আয়োজনে কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ) অর্থায়নে উক্ত কৃষক প্রশিক্ষণে ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত