ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উপজেলা পর্যায় বাদ দিয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয়

বললেন স্বাস্থ্যমন্ত্রী
উপজেলা পর্যায় বাদ দিয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয়

উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালের কাঙ্ক্ষিত সেবা বাদ দিয়ে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ জন্য জেলা পর্যায়ের মতো উপজেলা পর্যায়েও বিশেষ নজর দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে নরসিংদীর একটি বেসরকারি রিসোর্ট সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। ঢাকা বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে ওই মতবিনিময়ের আয়োজন করে স্বাস্থ্যের ঢাকা বিভাগীয় পরিচালকের কার্যালয়। উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালের কাঙ্ক্ষিত সেবা বাদ দিয়ে দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব না। অথচ উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবাতেই আমাদের মূল ঘাটতি রয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর অনেক জায়গাতেই মেশিন নষ্ট ছিল। কিছু জায়গায় তো মেশিনই ছিল না। লোকবলের তীব্র অভাব ছিল। উপজেলা পর্যায়ে চিকিৎসকরা বদলি নিয়ে ঢাকা বা জেলা পর্যায়ে চলে যেত। এগুলো আমরা আগে বুঝতে পারিনি। এখন দেশের ৮টি বিভাগের বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্যসেবার মান সরেজমিন পরিদর্শন করে ও ঘুরে ঘুরে দেখে এগুলো আমরা জানতে পেরেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত