ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চার জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

চার জেলায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস

দেশের চার জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে; যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশের চার জেলায় ৪০ ডিগ্রি থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করবে। ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস মধ্যে বিরাজমান তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং পটুয়াখালীর ওপর তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে; যা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত