ড. মো. সবুর খান আর্ট অব গিভিং কমিউনিটির প্রেসিডেন্ট মনোনীত
প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান বাংলাদেশে আর্ট অব গিভিং কমিউনিটির সভাপতি মনোনীত হয়েছেন। আর্ট অব গিভিং কমিউনিটির এই মর্যাদাপূর্ণ নিয়োগ সম্প্রদায়ের উদ্দেশ্যে ডক্টর খানের অটল প্রতিশ্রুতি এবং বছরের পর বছর ধরে এর থিমগুলোর সফল কর্মসম্পাদনেরই স্বীকৃতিস্বরূপ।
আর্ট অব গিভিং কমিউনিটির জন্য বাংলাদেশের সভাপতি হিসেবে, ড. খান তার পরিচিতদের এবং কাছের এবং প্রিয়জনকে আর্ট অব গিভিংয়ের সদস্য হওয়ার জন্য https://artofgiving.in.net/register/-এ নিবন্ধন করার জন্য আমন্ত্রণ জানাবেন। এই বছরের আর্ট অব গিভিংয়ের থিম হচ্ছে ‘হেল্পিং দ্য হেল্প’। সম্প্রদায়টি বিশ্বাস করে যে, যারা অন্যদের সাহায্য করে তাদের সাহায্য করার মাধ্যমে বিশ্বের উপর আরো উল্লেখযোগ্য প্রভাব তৈরি করা যেতে পারে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর্ট অব গিভিং সম্প্রদায় ড. খানকে এ বছরের প্রতিপাদ্য দিকনির্দেশনাগুলো বাস্তবায়নে অবদান রাখার জন্য বিশ্বব্যাপী যারা অন্যদের সাহায্য করার জন্য নিজেকে উদ্যোক্তা করতে আগ্রহী তাদের আমন্ত্রণ জানানোর আহ্বান জানান। আর্ট অব গিভিংয়ের প্রতিষ্ঠাতা ডক্টর অচ্যুত্য সামন্ত, আর্ট অব গিভিং এই সামাজিক আন্দোলনের জন্য ড. খানের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, আর্ট অব গিভিং হলো একটি সামাজিক আন্দোলন যা ২০১০ সালে ডক্টর অচ্যুত্য সামন্ত কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এ সম্প্রদায়ের লক্ষ্য হলো দান করার সংস্কৃতি তৈরি করা এবং প্রয়োজনে লোকদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত করা। বর্তমানে বেশ কয়েকটি দেশে উপস্থিতিসহ, আর্ট অব গিভিং বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করেছে।