এরশাদের কবর জিয়ারতে খুলনা সিটি নির্বাচনের জাপা প্রার্থীর
প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রংপুর ব্যুরো
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু রংপুর মহানগরীর দর্শনাস্থ পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন। এর মধ্য দিয়ে নির্বাচনি পথসভা আনুষ্ঠানিকভাবে শুরু করেন তিনি।
গতকাল শনিবার সকালে নগরীর দর্শনাস্থ পল্লীনিবাসে অবস্থিত জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, খুলনা জেলা উলামা পার্টির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আল জুবায়ের, খুলনা মহানগর সভাপতি পিরিন্স হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, খালিশপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আসরাফুজ্জামান, সোনাডাঙ্গার সভাপতি শেখ সাদি প্রমুখ। এছাড়াও খুলনা জেলা, মহানগর, উপজেলাসহ রংপুর জেলা, মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে মেয়র প্রার্থী মধু বলেন, আসন্ন সিটি নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি পল্লীবন্ধুর কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি কাজ শুরু করছি। খুলনায় ইভিএমে ভোট হবে যদিও বাংলাদেশের মানুষ ইভিএম সম্পর্কে খুব বোঝে না, এ ক্ষেত্রে আমাদের সংশয় আছে তথাপি আমরা জেনে শুনে সিটি ভোটে অংশ নিচ্ছি।