ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফেনীতে রপ্তানিযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদের সেমিনার অনুষ্ঠিত

ফেনীতে রপ্তানিযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদের সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত ‘রপ্তানিযোগ্য ঔষধি উদ্ভিদ চাষাবাদ ও প্রাথমিক প্রক্রিয়াকরণ’ শীর্ষক সেমিনার গতকাল রোববার দুপুরে হোটেল রেডিক্স কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মো. আনোয়ার আলম ভূঁইয়া, ঔষধ প্রশাসন অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মৌসুমী আক্তার, ঔষধ প্রশাসন অধিদপ্তর ফেনীর তত্ত্বাবধায়ক প্রিংয়াকা দাস গুপ্তা, এতে বক্তব্য দেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সহ-সভাপতি মো মোয়াজ্জেম হোসেন বাদল, বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক হাকীম মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত