রাজধানীতে পিকআপে ঘুরে ঘুরে ডাকাতি
ভিকটিম নারী পুলিশও
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জ্যেষ্ঠ প্রতিবেদক
এক সপ্তাহ আগে ডাকাতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে পিকআপ। সেই পিকআপ নিয়ে গত পাঁচ-ছয় দিন ধরে রাজধানীর রাতে সড়কে চলাচলকারী পথচারী, রিকশার যাত্রীদের সুবিধাজনক স্থানে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল একদল ডাকাত। ডাকাতির ঘটনায় এক নারী পুলিশ সদস্যের মামলায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সোহেল (৩০), আক্তার ওরফে সোহরাব (৩২), আবির হোসেন ওরফে রাসেল (২৫) ও মো. রনির (২৮)।
গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান। তিনি বলেন, রাজধানীর মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র, পিকআপ ও লুণ্ঠিত টাকা এবং ৪টি স্মার্ট মোবাইল, ৩টি বাটন ফোন জব্দ করা হয়। জানা গেছে- গত ১২ মে রাজধানীর মোহাম্মদপুরে একটি, পরদিন রাতে তেজগাঁও ও বনানী থানা এলাকায় আরো দুটি ডাকাতির ঘটনা ঘটে। বাদ যায়নি খোদ রাজারবাগ এলাকাও। যেখানে পাশেই পুলিশের বড় কয়েকটি ব্যারাক। ওই দিন ভোর পৌনে ৪টার দিকে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত নারী কনস্টেবলকে জিম্মি করে ডাকাত দল হাতিয়ে নেয় মোবাইল, চেইন ও ভ্যানিটি ব্যাগ। ডাকাতির শিকার ভুক্তভোগী ওই নারী কনস্টেবল নার্গিস আক্তার পল্টন থানায় মামরা দায়ের করে। তার দায়ের করা মামলায় সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তারের পর মতিঝিল বিভাগ পুলিশ বলছে, করোনাকালে রাজধানীর মোহাম্মদপুর ও খিলগাঁও এলাকায় ওষুধের দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাতেও জড়িত এই চক্রটি। ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, গত ১২ মে ভোর পৌনে ৪টার দিকে ভিভিআইপি ডিউটির উদ্দেশ্যে রিকশাযোগে মালিবাগের স্পেশাল ব্রাঞ্চ কার্যালয়ে যাচ্ছিলেন নারী কনস্টেবল নার্গিস আক্তার। পল্টন মডেল থানাধীন রাজারবাগের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনের মোড়ে তিনি পৌঁছামাত্র পেছন থেকে আসা একটি হলুদ ও নীল রঙের পিকআপ তার রিকশাকে চাপ দেয়। এ সময় পিকআপের পেছন থেকে দুজন নেমে একজন ওই কনস্টেবলের হাত ধরে এবং অপরজন গলায় চাকু ধরে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন, হাতে থাকা ছোট ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তার ব্যাগের ভেতরে নগদ ছিল ৫ হাজার টাকা, একটি শাওমি নোট ৮ মোবাইল ফোন, একটি বাটন স্যামসাং মোবাইল ফোন ও এসবির আইডি কার্ড। জোর করে এসব ছিনিয়ে নিয়ে ডাকাত দলের পিকআপটি দ্রুত ডান দিকে মোড় নিয়ে শাহজাহানপুরের দিকে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী কনস্টেবল পল্টন মডেল থানায় মামলা করেন।