ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তামাকের ক্ষতিকর দিক নিয়ে আরো প্রচারণা চালাতে হবে

তামাকের ক্ষতিকর দিক নিয়ে আরো প্রচারণা চালাতে হবে

দেশে প্রতিদিন তামাকজনিত রোগে ৪৫০ জন মানুষ মারা যান এবং এ রোগে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু ঘটে। তাই তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন করতে এর ক্ষতিকর দিক নিয়ে প্রচারণা চালাতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে ‘গণপরিবহন শতভাগ ধূমপানমুক্তকরণ এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন’ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রেজিস্ট্রার (ক্লিনিক্যাল রিসার্চ) ডা. শেখ মো. মাহবুবুস সোবহান। তিনি বলেন, তামাকজাত দ্রব্যের বহুল ব্যবহার হৃদ্রোগ, ক্যান্সার, বক্ষব্যাধি এবং অন্যান্য অনেক প্রতিরোধযোগ্য রোগ এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত