যশোর ডিবি ও ইছালি ক্যাম্পের পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো শহরতলীর শেখহাটির বাজুন্দারপাড়ার বর্তমানে নতুন উপশহর ই ব্লক ১নং রোডের রেজাউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া সোহরাব হোসেনের ছেলে রায়হান হোসেন (২৭) ও বেনাপোল পাটবাড়ি বর্তমানে শেখহাটি আদর্শ পাড়ার আব্দুল লতিফের বাড়ির ভাড়াটিয়া শহিদ শেখের ছেলে মাহফুজ শেখ (২৭) এবং সদর উপজেলার তেজরোল দক্ষিণপাড়ার আজগর বিশ্বাসের ছেলে লাল্টু বিশ্বাস (২৭)।
ডিবি পুলিশের এসআই সাদ্দাম হোসেন জানান, গত বুধবার রাতে রেজাউল ইসলামের বাড়িতে গাঁজা বিক্রির জন্য দুজনের অবস্থান করার সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। রায়হান ও মাহফুজ পুলিশের হাতে আটক হয়। রায়হানের কাছে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। রায়হান পুলিশের কাছে স্বীকার করে সে মাহফুজের সহায়তায় দীর্ঘদিন ধরে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। এদিকে ইছালি ক্যাম্পের পুলিশ ইছালি বাজারে রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির করার জন্য অবস্থান করছে- এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। লাল্টু বিশ্বাসকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা ও গাঁজা আটকের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়।