সংবাদ সম্মেলনে মাহাবুবউদ্দিন খোকন
নেত্রকোনায় বিএনপির জনসভায় হামলার নিন্দা
প্রকাশ : ২১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ ব্যুরো
নেত্রকোনা জেলা বিএনপির জনসভায় বাধা, হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, মারধর এবং ৬৩ নেতাকর্মী গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুবউদ্দিন খোকন।
গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি বক্তৃতা করছিলেন। তিনি বলেন, পুলিশের অনুমতি নিয়ে জনসভার আয়োজন করা হয়েছিল। তারপরও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অবিলম্বে নেত্রকোনায় হামলা-ভাঙচুর ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে এই আইনজীবী নেতা আরও বলেন, গত দুই দিনে নেত্রকোনায় বিএনপির ৬৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তার হওয়ায় নেতাকর্মীদের ওকালতনামায় স্বাক্ষর আনতে আদালতে গিয়ে তিনজন আইনজীবী হামলার শিকার হয়েছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হেলালী, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এম.এ হান্নান খান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, নেত্রকোনা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান প্রমুখ।