ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে তিন দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। গত ১৫ মে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা এলাকা থেকে এফবি মাহফুজা নামক একটি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্য ১৪ জন জেলেসহ সমুদ্রে গমন করে। পরবর্তীতে গত বৃহস্পতিবার গভীর সমুদ্রে মৎস্য আহরণরত অবস্থায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এমতাবস্থায় বোটটি পাল উড়িয়ে গত তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। অতঃপর গতকাল রোববার বোটটি সমুদ্রে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে উক্ত বোটের মাঝি মো. সগিরের মোবাইল থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সহযোগিতা কামনা করে।

বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন পক্ষীদিয়া দ্বীপের পূর্বপাশ থেকে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফবি মাহফুজা নামক ফিসিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। অতঃপর উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর বর্তমানে উদ্ধারকৃত সব জেলে সুস্থ রয়েছে। পরবর্তীতে, উদ্ধারকারী দল কর্তৃক উক্ত ফিসিং বোটটিকে টোয়িং করে বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন বাদুরতলা নামক এলাকায় নিয়ে আসা হয় এবং জেলেদের পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত