ঢাকার কেরানীগঞ্জে অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ঢাকা জেলা ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা ব্র্যাক প্রতিনিধি মোহাম্মদ বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা মালা বড়াল, ব্র্যাক কর্মকর্তা নূরে শেফা আখি প্রমুখ। অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বক্তারা সচেতনতামূলক বৃদ্ধি, সাধারণ মানুষকে জনসচেতনতা, ভবিষ্যতে মানুষ মানব পাচার রোধ, অনিরাপদে স্থানে ঢেলে দেয়া প্রতিরোধে বক্তারা তুলে ধরেন।