ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঢাকার ডিসিকে সভাপতি করে মনিপুর স্কুলের অ্যাডহক কমিটি

ঢাকার ডিসিকে সভাপতি করে মনিপুর স্কুলের অ্যাডহক কমিটি

বেশ কিছুদিন ধরে চলমান বিবাদের মধ্যে রাজধানী ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে সভাপতি করে এই কমিটিতে সাধারণ শিক্ষক সদস্য করা হয়েছে আলমগীর জামিলকে। আর অভিভাবক সদস্য হয়েছেন স্থানীয় জাকিয়া শিল্পী।

ঢাকা শিক্ষা বোর্ড গতকাল মঙ্গলবার এক আদেশে বলেছে, এই অ্যাডহক কমিটির মেয়াদ হবে ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।

গত সেপ্টেম্বরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তৎকালীন অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনকে অবৈধ ঘোষণা করে ঢাকা শিক্ষা বোর্ডের তদন্ত কমিটি। তিনি সোয়া দুই বছর ধরে অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ২ জুলাই বয়স ৬০ বছর হওয়ার পরও তার চাকরির মেয়াদ তিন বছর বাড়ায় গভর্নিং বডি।

এরপর শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরেরও তদন্তে ফরহাদ হোসেনের নিয়োগ বিধিসম্মত না হওয়ার কথা জানানো হয়। এ নিয়ে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়ার মধ্যেই বিষয়টি উচ্চ আদালতে গড়ায়।

পরে উচ্চ আদালতের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম শিক্ষক মো. জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এর মধ্যে গত ১৭ মে তখনকার অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে অব্যাহতি দিয়ে আখলাক আহম্মদকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ার কথা বলা হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটিতে।

এর প্রতিবাদে গত বৃহস্পতিবার সকালে ক্লাস বর্জনের ঘোষণা দেন বিদ্যালয়টির শিক্ষকরা। ওই দিন সকালে মূল বালিকা শাখার সামনে শিক্ষকদের ওপর হামলার ঘটনাও ঘটে। এক পর্যায়ে শিক্ষকদের আন্দোলনের মুখে আখলাক আহম্মদ দায়িত্ব থেকে ইস্তফা দেয়ার সিদ্ধান্ত জানিয়ে লিখিত দেন।

এমন পরিস্থিতির মধ্যেই দেলোয়ার হোসেন নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি করে দিল ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত আদেশে বলা হয়, মনিপুর স্কুল অ্যান্ড কলেজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে এই অ্যাডহক ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে থাকবেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত