টেকনাফের পাহাড়ে অভিযান

অপহৃত তিনজনের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৫ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীর আস্তানা পুলিশ ও র‌্যাব সদস্যরা গতকাল অভিযান চালায়। বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়া এ অভিযান চলাকালে পাহাড়ের আস্তানা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, টেকনাফের দমদমিয়া এলাকার গহীন পাহাড়ে অপহরণকারীর আস্তানায় র‌্যাব ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানস্থল গহীন পাহাড়ে হওয়ায় বিস্তারিত বলা যাচ্ছে না। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে তাদের পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।

মরদেহ ৩টি টেকনাফ গিয়ে গত ২৮ এপ্রিল অপহৃত তিন যুবকের বলে দাবি করছেন স্বজনরা। স্বজনদের দাবি সঠিক হলে মরদেহ ৩টি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদন্ডী ইউনিয়নের রুবেল, কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরানের। এরা তিনজনই বন্ধু। অপহৃতদের স্বজনরা জানিয়েছেন, ২৮ এপ্রিল টেকনাফে গেলে তাদের সিএনজি অটোরিকশা গাড়ি থামিয়ে একদল অপহরণকারী পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায়।