না.গঞ্জে ওয়াসার পানির সঙ্কট ঝাড়ু কলস নিয়ে মিছিল

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২১ ও ২২নং ওয়ার্ডে ওয়াসার পানি সংকট নিরসনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন দুটি ওয়ার্ডের বাসিন্দারা। গতকাল শুক্রবার সকালে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ ও মিছিল শেষে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দুটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষরা ঝাড়ু কলস বালতিসহ নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ওয়াসার পানির সঙ্কট নিরসন করা না হলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঘেরাও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা পানির দাবিতে নানা স্লোগান দেন।

বিক্ষোভ কর্মসূচির উদ্যোক্তা ইউসুফ আতিক মানিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্দর শাহী মসজিদ এলাকার সামশুল হাসান, মনোয়ারা বেগম, রিনা বেগম, বারইপাড়া পঞ্চায়েতের সাধারণ সম্পাদক নূরে আলম, বারইপাড়া যুব সমাজের নেতা শিক্ষক আল আমিন, মো. রায়হান প্রমুখ।

সমাবেশে মনোয়ারা বেগম নাসিক মেয়র আইভীর উদ্দেশ্যে বলেন, পানির জন্য প্রতিটি বাড়ির মা বোনেরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। আপনিও তো কারো মা কারো বোন। তাই আপনার কাছে অনুরোধ দ্রুত আমাদের পানির সমস্যা সমাধান করুন। নয়তো নারীরা আপনার অফিস বাড়ি ঘেরাও করতে বাধ্য হবে।

রিনা বেগম নাসিক মেয়র আইভীর উদ্দেশ্যে বলেন, শতকরা ৭০ ভাগের বেশি গ্রাহক নিয়মিত পানির বিল দিচ্ছে। কিন্তু তারপরেও কেন তাদেরও কষ্ট করতে হবে। আমরা আপনাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছি। কিন্তু গত দেড় মাস ধরে বন্দরের মানুষ পানির জন্য কষ্ট করলেও আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন না।

মো. রায়হান বলেন, দুইটি ওয়ার্ডের কমপক্ষে ৭০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে পানির জন্য কষ্ট করছে। আজকে আমরা অল্প সময়ের জন্য সড়ক অবরোধ করেছি। দ্রুত সমাধান করা না হলে আগামী দিনে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিব।

ইউসুফ আতিক মানিক বলেন, ওয়াসার পানি নিয়ে জনপ্রতিনিধিরা আমাদের সঙ্গে তামাশা করছে। আপনারা কর বাড়াচ্ছেন অথচ নাগরিক সুবিধা দিবেন না সেটা হবে না। পানি দিবেন না অথচ প্রতি মাসে বিল নিবেন সেটা হতে পারে না। পানি নাগরিকদের মৌলিক অধিকার। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে শত শত কোটি টাকার উন্নয়ন করছেন অথচ জনগণের মৌলিক চাহিদা পূরণে বাজেট নেই। আমরা দ্রুত পানি সঙ্কটের সমাধান চাই। আজকে আমাদের কর্মসূচি ছিল রিহার্সাল। দ্রুত পানির সঙ্কট সমাধান করা না হলে সিটি করপোরেশন ঘেরাওসহ সড়ক অবরোধ করা হবে।