বগুড়ার শেরপুরে মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি হাবিবর রহমান

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেন বলে মন্তব্য করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। এদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি অখ্যায়িত করে এমপি হাবিবর রহমান আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটি অটুট রাখতে হবে। বর্তমান সরকার অসাম্প্রদায়িক দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। গতকাল শুক্রবার বিকালে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া বেতগাড়ী মহাশ্মশান নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মহাশ্মশান কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু তালেব আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, সীমাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বাবু গৌরদাস রায় চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার, আ.লীগ নেতা গোলাম রফিক, আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, আব্দুল হামিদ, পিএস কোরবান আলী মিলন, রতন বসাক, চঞ্চল কুণ্ডু, যুবলীগ নেতা এনামুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল ওহাব, কমিটির নেতা দুলাল চন্দ্র সাহা, প্রশান্ত কুমার প্রামাণিক, বাবুদেব রায় প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান অনুষ্ঠানের অতিথিদের নিয়ে ররোয়া বেতগাড়ী মহাশ্মশান নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করেন।