কক্সবাজার পৌরসভার নির্বাচন

স্মার্ট নগরায়নে আ.লীগের মেয়র প্রার্থীর ৩৭ দফা

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার

কক্সবাজার পৌরসভার আগামী ১২ জুনের অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছেন। ইশতেহারে মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, কক্সবাজার পৌরসভার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট নগরায়নে ৩৭টি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন।

মাহাবুব বলেছেন, মেয়র নির্বাচিত হওয়ার পর কক্সবাজার নগরবাসীর জন্য আবাসন প্রকল্প, কবর ব্যবস্থাপনা, বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম, ডোর টু ডোর বর্জ্য অপসারণ, কক্সবাজার থিম পার্ক, কক্সবাজার স্মার্ট সিটি, ক্যাশলেস পর্যটন এলাকাসহ ৩৭টি পরিকল্পনা ধারাবাহিক বাস্তবায়ন করা হবে। গতকাল বিকাল ৪টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তার প্রকাশিত নির্বাচনি ইশতেহারে ৩৭ পরিকল্পনার মধ্যে কক্সবাজার পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত আধুনিক প্রযুক্তিনির্ভর জনবান্ধব স্মার্ট পৌর প্রতিষ্ঠান ও পৌর নাগরিকদের আইনগত সকল অধিকার নিশ্চিত করা, দ্রুত সময়ের মধ্যে যুগোপযোগী মাস্টার প্ল্যান প্রণয়ন, রাস্তা বা নালায় ময়লা আবর্জনা ফেলাকে নিরুৎসাহিত করে ডোর টু ডোর আবর্জনা পরিষ্কার, শহরে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা ও বিনিয়োগে আগ্রহী ও সহযোগিতা করে স্মার্ট নাগরিক গঠন, সেন্ট্রাল স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণ, নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, দ্রুতগতির ইন্টারনেট সুবিধা প্রদানসহ অন্যান্য পরিকল্পনা রয়েছে। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম বক্তব্য রাখেন। কক্সবাজার পৌরসভার ১২ জুনের নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে মুল প্রতিদ্বন্ধী প্রার্থী হলেন আওয়ামীলীলীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরী (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ (নারকেল গাছ প্রতীক)।