মানুষ এখন দুই বেলা পেট ভরে খেতে পায়

বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কক্সবাজার প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার রাষ্ট্রক্ষমতায় থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, বিদ্যুতের উন্নয়ন হচ্ছে। মানুষ দুই বেলা পেট ভরে খেতে পায়। মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে মডেল হিসেবে প্রশংসিত। গতকাল রোববার বিকালে কক্সবাজারের রামু উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণের পাশাপাশি দেশের ছিন্নমূল মানুষকে জমিসহ বাড়ি তৈরি করে দিয়ে সরকার বিশ্ব রেকর্ড গড়েছে। করোনা-পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ আজ খাদ্যসহ বিভিন্ন বিষয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, কক্সবাজারের সাবেক কমান্ডার নুরুল আবছার, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো প্রমুখ।