ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়ার মেলবোর্নে টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক

অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে একেএস পদক প্রদান
অস্ট্রেলিয়ার মেলবোর্নে টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে রোটারি ইন্টারন্যাশনাল কনভেনশন-২০২৩ অনুষ্ঠানে আর্চ ক্লাম্ফ সোসাইটি গত শনিবার টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের হাতে একেএস পদক সম্মাননা তুলে দেন। আন্তর্জাতিক পর্যায়ে একেএস পদক অত্যন্ত সম্মানজনক। মেলবোর্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জমকালো অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রোটারি ইন্টারন্যাশনালের আমন্ত্রণে আর্চ ক্লাম্ফ সোসাইটির নতুন সদস্য হিসেবে তিনি এই আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে একেএস পদক প্রাপ্তিতে মানবসেবাই তার কর্মকাণ্ড ও পরিকল্পনা তুলে ধরে বক্তৃতা করেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আর্চ ক্লাম্ফ অ্যাওয়ার্ড গ্রহণের প্রতিক্রিয়ামূলক বক্তৃতায় অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম সম্পর্কে বলেন, ‘তিনি রোটারিয়ান হিসেবে যত পরিচিত তার থেকে বেশি পরিচিত সমাজকল্যাণ ও নারীর ক্ষমতায়নে। সমগ্র বাংলাদেশব্যাপী একশত মিলিয়ন লোকের সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম করছেন।’ অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের স্বামী বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস-প্রিন্সিপাল ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ মো. আনসার আলী তালুকদার অসুস্থ থাকায় কনভেনশনে উপস্থিত হতে না পারায় সবাই তার জন্য আশীর্বাদ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত