ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কোস্ট গার্ডের অভিযানে কর্ণফুলীতে অবৈধ তেল জব্দ

কোস্ট গার্ডের অভিযানে কর্ণফুলীতে অবৈধ তেল জব্দ

একটি চক্র অবৈধ জলযানের মাধ্যমে চট্টগ্রাম বহির্নোঙরে অবস্থানরত বিভিন্ন বাণিজ্যিক জাহাজ হতে বিভিন্ন সময়ে অবৈধভাবে তেল চুরি করে আসছে। এ চক্রকে আটকের নিমিত্তে নিয়মিত আভিযান এর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম বহির্নোঙর এলাকা হতে একটি ওয়েল ট্যাংকার অবৈধ চোরাই তেলসহ কর্ণফুলী চ্যানেলে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গতকাল কোস্ট গার্ডের জাহাজ পোর্টে গ্র্যান্ডে কর্তৃক সন্দেহজনক একটি ওয়েল ট্যাংকারকে থামার নির্দেশ দিলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্যাংকারটি দ্রুত কর্ণফুলী নদীর চ্যানেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিসিজিএস পোর্টে গ্র্যান্ডে ওয়েল ট্যাংকারটি ধরতে ধাওয়া অব্যাহত রাখে এবং পরবর্তীতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম হতে একটি সেকশন মেটাল শার্কযোগে পতেঙ্গার ১২নং ঘাট-সংলগ্ন এলাকায় এমভি ওয়াটার পাওয়ার নামক ওয়েল ট্যাংকারটি জব্দ করতে সক্ষয় হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত