ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান সুজিত কুমার বালা
প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক ড. প্রকৌশলী সুজিত কুমার বালা ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। অধ্যাপক ড. প্রকৌশলী সুজিত কুমার বালা পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ ১৯৯৭ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত কর্মরত থেকে অধ্যাপক হিসেবে অবসর পূর্বকালীন ছুটিতে (PRL) যান। IWFM, BUET-এ থাকাকালীন তিনি JICA, EU, IFAD, DFID, USAID কর্তৃক অর্থায়নপুষ্ট বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে কাজ করেন ও বিভিন্ন আর্ন্তজাতিক সেমিনার ও Training-এ অংশগ্রহণ করেন। বিভিন্ন বিদেশি চববৎ জবারববিফ Journal-এ তার ৩০টিরও অধিক গবেষণাপত্র এবং ৫০টির অধিক সেমিনারে Conference Paper প্রকাশিত হয়, যার কয়েকটি Book Chapter এর অন্তর্ভুক্ত। তিনি একটি PHD থিসিস ও ১৫টি MSc থিসিসে Supervisor হিসেবে দায়িত্ব পালন করেন। বুয়েটে যোগদানের পূর্বে তিনি প্রায় দশ বছর LGED, RHD, BBA কর্তৃক গৃহীত বিভিন্ন দেশি ও বিদেশি প্রকল্পে সাফল্যের সাথে পরামর্শক/Team Leader হিসেবে সফলতা ও সুনামের সাথে কাজ করেন। Jamuna Multipurpose Bridge Construction, Flood Action Plan, Hydro Morphological Studz, এলজিইডি কর্তৃক গৃহীত Large Bridge Culvert প্রকল্প অন্যতম। বর্তমানে তিনি বুয়েটের ‘বঙ্গবন্ধু পরিষদ’র কার্যনির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি তার নিজ এলাকায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে জড়িত।