পাঁচ কোটি মানুষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা পাচ্ছে
বললেন সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ : ৩০ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, দেশের ১ কোটিরও অধিক লোক বিভিন্ন ভাতার আওতায় রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে ৫ কোটি মানুষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সেবা পাচ্ছে। মন্ত্রী গতকাল রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমি মিলনায়তনে সমাজসেবা কর্মকর্তাদের ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম। মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে আনতে সরকার বদ্ধ পরিকর। সে লক্ষ্যে ভাতা গ্রহীতা ও ভাতার অর্থ বাড়ানো হচ্ছে। যারা ভাতা পাচ্ছেন তাদের অধিকাংশই উন্নয়নের মূলস্রোতে এসেছে। মন্ত্রী সুবিধাভোগী বাছাই ও সেবা প্রদানে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। পরে মন্ত্রী ৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।