ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাফেজখানা-এতিমখানা

৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকায় একটি হাফেজখানা ও এতিমখানার নিজস্ব অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই এলাকার দানশীল ব্যক্তি মরহুম হাজী এজাহার মিয়ার নিজস্ব জমিতে এই হাফেজখানা ও এতিমখানাটি প্রতিষ্ঠা করা হয়েছিল। আর ওই প্রতিষ্ঠানটি পরিচালনার নামে তার ছেলে রফিকুল আলম মিয়া এসব অর্থ আত্মসাৎ করেছেন বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ। হাজিপাড়া এলাকায় মোহাম্মদিয়া হাফেজখানা ও এতিমখানাটি প্রতিষ্ঠার সময় প্রতিষ্ঠানটিকে ২৪ কানি জমি দান করেন হাজী এজাহার মিয়া। ওই জমির কিছু অংশ সম্প্রতি রেললাইনের জন্য অধিগ্রহণ করা হয়েছে, যার অনুকুলে ৮৮ লাখ টাকা উত্তোলন করেন রফিকুল আলম মিয়া। যে টাকা প্রতিষ্ঠানটির নামে ওয়ান ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে উত্তোলন করেন রফিকুল। তবে ওই টাকা প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য ব্যয় করা হয়নি। বর্তমানে প্রতিষ্ঠানটি অত্যন্ত জরাজীর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। অভিযোগ উঠেছে পুরো টাকাই আত্মসা করেছেন রফিকুল। এব্যাপারে প্রতিষ্ঠান পরিচালনায় জড়িতরা একাধিকবার বৈঠক করলেও তিনি বৈঠকে উপস্থিত হন না। প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের অভিযোগ, প্রতিষ্ঠানের জমির বার্ষিক লাগিয়েত বাবদ অর্থ, বাগান থেকে সুপারিসহ অন্য ফসল বিক্রির টাকাও তিনি আত্মসাৎ করে আসছেন। ফলে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয়ে অভিযুক্ত রফিকুল আলম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যেসব অভিযোগের কথা বলা হচ্ছে তা সত্য নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত