ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইবিতে দোকানিদের সিন্ডিকেটে জিম্মি শিক্ষার্থীরা

ইবিতে দোকানিদের সিন্ডিকেটে জিম্মি শিক্ষার্থীরা

এক সপ্তাহ আগে ফটোকপির দোকানে ছবি প্রিন্ট করে নিলাম ২০ টাকা দিয়ে। সেই ছবিগুলো শেষ আজকে তুলতে এসে ৩০ টাকা দিতে হয়েছে। মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে ১০ টাকা বেশি গুনতে হয়েছে। শিক্ষার্থীদের কাছে বাড়তি দাম রেখে সিন্ডিকেট করে ব্যবসা করছে ক্যাম্পাস গেটের ফটোস্ট্যাট-কম্পিউটারের দোকানগুলো। এভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করে কথাগুলো জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা যায়, ফটোকপি দোকানিদের শক্ত সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ শিক্ষার্থীরা। এসব সিন্ডিকেটের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে থেকে ফটোকপি, কম্পিউটার কম্পোজে বেশি দাম নেয়া হয়।

এছাড়া নিম্নমানের কাগজ দিয়ে কাজ চালানো ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসব সিন্ডিকেট চলে আসছে বলে অভিযোগ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় বিভাগের প্রয়োজন অনুযায়ী দ্রুত ফটোকপি করার জন্য ক্যাম্পাস গেট ও সংশ্লিষ্ট অনুষদের নিচে ফটোকপি করতে যেতে হয়। তখন ফটোকপি, অ্যাসাইমেন্টের কভার পেজ, ছবি প্রিন্ট, স্পাইরালসহ বিভিন্ন কাজ করতে গেলে দোকানিরা বেশি দাম হাঁকে। ক্যাম্পাসের বাইরে মেইন গেটে আবার একই ধরনের সিন্ডিকেট অনুযায়ী দোকানিরা প্রায় কয়েকগুণ বেশি দাম লুটে নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত