ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বর্ষা আগামী সপ্তাহে স্থলভাগে প্রবেশ করতে পারে

বর্ষা আগামী সপ্তাহে স্থলভাগে প্রবেশ করতে পারে

ঋতু বর্ষা আসতে কিছুটা দেরি হলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী সপ্তাহ নাগাদ দেশের স্থলভাগে প্রবেশ করবে। আবহাওয়াবিদদের ভাষায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে বর্ষা বলা হয়; যা স্থলভাগে উঠে এলে বৃষ্টিপাত বাড়ে। এটি অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকে দেশের আকাশে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ হচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ফলে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় এই সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামীকাল শুক্রবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত