ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

রাজধানীর সূত্রাপুরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে জুনায়েদ হোসেন পিয়াল (১৪) নামের এক কিশোর আহত হয়েছে। সে একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। গত মঙ্গলবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে সূত্রাপুর সীমান্ত খেলার মাঠের পাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পিয়ালের বাবা মো. নাদিম জানান, রাতে বাজারে কাঁচামরিচ আনতে যায় পিয়াল। পরে নিজের পেট ধরে বাসায় এসে বলে তাকে ছুরিকাঘাত করেছে। এই কথা বলে অজ্ঞান হয়ে পড়ে যায়। দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত পিয়াল জানান, এলাকায় ফুটবল খেলা নিয়ে এক মাস আগে রাতুল নামে এক ছেলের সঙ্গে তার ঝগড়া হয়। বাজার থেকে বাসায় যাওয়ার পথে রাতুলসহ ১০ থেকে ১২ জন আমার পথ আটকে ছুরিকাঘাত করে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সূত্রাপুর থেকে এক কিশোর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত