উখিয়ায় জমি দখলে নিতে খুনের হুমকির অভিযোগ
প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং এলাকায় জায়গা জমির বিরোধের জের ধরে মো. আজিজুর রহমান (৪৬) নামক ব্যক্তিকে অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হলদিয়াপালং ১নং ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকায় এই ঘটনা ঘটেছে। আজিজুর রহমান পাতাবাড়ী এলাকার মো. আবদুল গফুরের ছেলে।
এ ঘটনায় পশ্চিম মরিচ্যা এলাকার মৃত মৌলভী মোজাফফর আহমদের ছেলে মিজানুর রহমান (৩৬) ও মো. কায়সার (৪৫) এর বিরুদ্ধে উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন আজিজুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, মিজানুর রহমান ও মো. কায়সার পরস্পর আপন ভাই ও ভূমিদস্যু প্রকৃতির লোক। পশ্চিম মরিচ্যা এলাকায় আমার পৈত্রিক ওয়ারীশি ৩৬ শতক জোত জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। সংবাদ পেয়ে জমি দেখতে যাওয়ার পথে গত ২৬ মে দুপুরে হলদিয়া পালংস্থ পশ্চিম মরিচ্যা শফিক আহমদের বাড়ির পার্শ্বে রাস্তায় পৌঁছলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। খুন জখম করার জন্য তারা তৎপর হলে নিরাপদ দূরত্বে সরে পড়ি। পরে আমার মোবাইলে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ করে। দেখে নিবে, খুন করবে বলে জানায়।
এ উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আজিজুর রহমান নামক ব্যক্তিকে হুমকির অভিযোগে তিনি সাধারণ ডায়েরি করেছেন। ঘটনা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।