গণশিক্ষা প্রতিমন্ত্রী

পড়াশোনা ও খেলাধুলা অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, পড়াশোনা ও খেলাধুলা অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত। খেলাধুলা শিশুর স্বপ্নের জগত তৈরি করে। ভাবনা ও সম্ভাবনার অসংখ্য দুয়ার তৈরি করে। আর সে দুয়ার দিয়ে বাইরের পৃথিবী দেখতে শিশু বইয়ের প্রতি আকৃষ্ট হয়। তাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিশুর পরিপূর্ণ বিকাশে পড়াশোনা ও খেলাধুলা- দুটোর প্রতিই গুরুত্বারোপ করেছে। তিনি বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।