টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ১৮২ ক্যান বিয়ার জব্দ
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
গতকাল বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন হোচকার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা নদী থেকে তাদের থামার সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা নদীতে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০টি বস্তা থেকে সর্বমোট ১ হাজার ১৮২ ক্যান বিয়ার জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।