হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগির ঘর বিতরণ
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ১৬৬ জন সুফল ভোগীদের মাঝে হাঁস ও মুরগির ঘর বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।