ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আরো ১০৭ জনের করোনা শনাক্ত

আরো ১০৭ জনের করোনা শনাক্ত

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরো ১০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০১ জনই রাজধানী ঢাকার। গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪১। এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৭ দশমিক ৭৪। দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪০ হাজার ৩১৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৬২৭ জন, মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ। ৩ বছর পর গত মাসে করোনাভাইরাসের কারণে জারি করা বৈশ্বিক জরুরি অবস্থা প্রত্যাহার করার ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত