চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। পরিচয় গোপন করে দীর্ঘদিন থেকে অন্য এলাকায় লুকিয়ে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লি বিদ্যুৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গতকাল র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত মো. আব্দুর রহমান শিবগঞ্জ উপজেলার ছালামপুর গ্রামের মো. গাজলুর রহমানের ছেলে। র্যাব আরো জানায়, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কানসাট পল্লি বিদ্যুৎ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। ২০২০ সালের ২৯ এপ্রিল শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করে র্যাব। পরে আদালত চলতি বছরের ৩ মে তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। অভিযানে নেতৃত্ব দেন- র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। গ্রেপ্তারকৃত আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।