উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৃহৎ বাজার নাজিরহাট বাজারে জলাবদ্ধতার খবর শুনে ছুটে গিয়ে পরিদর্শন করেছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী। গতকাল সকালে বৃষ্টির মধ্যে হাঁটু পানিতে তিনি ছাতা নিয়ে পরিদর্শন করে দ্রুত বাজারের ড্রেন পরিষ্কার করার জন্য নির্দেশ দেন। ড্রেনে এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে পৌরসভা কর্তৃক নির্দিষ্ট স্থানে ময়লা ফেলানোর জন্য বাজারের ব্যবসায়ীদের বলেন। সেসঙ্গে বাজারের ব্যবসায়ীরা যেন ড্রেনের উপর দখল করে দোকান না বসানোসহ মাছ বাজার পরিদর্শন করে সেখানে পরিষ্কার রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন মেয়র। তিনি বাজারসহ এলাকাবাসী দুর্ভোগ লাঘবের জন্য নানা পদক্ষেপের কথা উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী রাজিব বড়ুয়া, কাউন্সিলর মো. আলী, মো. সোলেমান, গোলাম মোস্তফা, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ, মো. আনোয়ার হোসেন প্রমুখ।