ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

৭০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন

এ পর্যন্ত ১০ জনের মৃত্যু
৭০ হাজার হজযাত্রী সৌদি পৌঁছেছেন

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৭০ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে ১০ জন হজযাত্রী অসুস্থতাসহ বিভিন্ন কারণে মারা গেছেন। আগামী ২২ জুন পর্যন্ত হজ ফ্লাইট চলবে। গতকাল রোববার ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রমতে, ১০ জুন মধ্যরাত পর্যন্ত ৭০ হাজার ২৫৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৬০ হাজার ৯০৬ জন। এ পর্যন্ত ইস্যুকৃত ভিসা এক লাখ ৮ হাজার ৩৫৭ জন হজযাত্রীর হজ ভিসা ইস্যু করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৫ শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার ৮৭ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। এদিকে সৌদি আরবে গিয়ে পবিত্র হজ পালনের আগেই এ পর্যন্ত ১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও দুইজন মহিলা। সবার মৃত্যু হয়েছে মক্কায়। সেখানেই তাদের দাফন সম্পন্ন হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ২১ মে, যা শেষ হবে ২২ জুন। পবিত্র হজ পালন শেষে হাজীদের দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। ২ আগস্ট পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। হজ বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ থেকে যাওয়া সরকারি ব্যবস্থাপনার ১৮তম এবং ১৯তম ফ্লাইটের হজযাত্রীরা শনিবার সকালে মক্কা থেকে যাত্রা করে নির্বিঘ্নে মদিনায় পৌঁছেছেন। হজযাত্রীরা মদিনায় ৮ দিন অবস্থান, রাসুল (সা.) এর রওজা মোবারক জিয়ারত, মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ শেষে পুনরায় মক্কায় প্রত্যাবর্তন করবেন। ধর্ম মন্ত্রণালয় গঠিত হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন টিম এবং হাবের প্রতিনিধিরা বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের তদারকি করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত