ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জমিসংক্রান্ত বিরোধ প্রতিবন্ধীকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা

জমিসংক্রান্ত বিরোধ প্রতিবন্ধীকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের এক প্রতিবন্ধীকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গতকাল সকাল ৭টায় উপজেলার টামটা গ্রামের নিজ বাড়ি থেকে প্রতিবন্ধী আমির হোসেন (৫৭) প্রতিদিনের ন্যায় হুইল চেয়ারে বাড়ি থেকে সড়কে বের হলে ওই গ্রামের নাসিম এসে পেছন থেকে প্রতিবন্ধীকে কোদাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা ইলিয়টগঞ্জ হসপাতালে নিয়ে গেলে প্রতিবন্ধী আমির হোসেন মারা যান। জানা যায়, গ্রাম্য ডাক্তার নাসিম ও প্রতিবন্ধী আমির হোসেন উভয়ে মামাতো ফুফাতো ভাই। তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা ও বিরোধ চলে আসছে। সেই বিরোধকে কেন্দ্র করে তাকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করে। গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত