ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অসহায়দের মধ্যে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণে অনিয়মের অভিযোগ

অসহায়দের মধ্যে টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণে অনিয়মের অভিযোগ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সরকারি বরাদ্দে প্রায় সাড়ে ৪ লাখ টাকার টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণে নারী ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই উপজেলায় এডিপির অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় ও দুঃস্থ মহিলাদের ২৯টি সেলাই মেশিন দেয়ার জন্য নারী উন্নয়ন ফোরামকে ২ লাখ ৬৩ হাজার টাকা ও ২৮টি টিউবওয়েল বিতরণের জন্য উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারকে ১ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। তিনি নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও ভাইস চেয়ারম্যান হওয়ায় তাকে এ বরাদ্দ দেয়া হয়। গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণকালে এ অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। এ সময় অসহায় নারী জাহানারা সাংবাদিকদের বলেন, বরাদ্দের তলিকার অধিকাংশ টিউবওয়েল ও সেলাই মেশিন তার স্বজনদের দেয়া হয়েছে এবং অনিয়মের কারণেই এসব সামগ্রী অসহায়দের ভাগ্য জোটেনি। এছাড়া নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সালমা খাতুন এ বিতরণ সম্পর্কেও জানেন না। এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার বলেন, উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার এ বিতরণের উদ্বোধন করেছেন। নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদকের তালিকাসহ উপজেলা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এসব মালামাল বিতরণ করা হয়েছে। এখানে অনিয়ম দুর্নীতির প্রশ্নই ওঠে না এবং আমার ভাতিজা ইমরুল সিকদার এই অভিযোগ করেছে। এটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় বলে তিনি দাবি করেন। চৌহালী উপজেলা চেয়ারম্যান ফারুক সরকার আলোকিত বাংলাদেশকে বলেন, টিউবওয়েল সেলাই মেশিন বিতরণ উদ্বোধন করেছি। অনিয়ম দুর্নীতির বিষয়ে কিছু জানা নেই। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগের কথা শুনেছি। তবে হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত