গতকাল বুধবার সকাল ঘটিকায় ঢাকা ওয়াসার ব্যস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান ওয়াসা ভবনে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা ওয়াসার সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য সংস্থার মেডিকেল সেন্টার কর্তৃক নিয়মিত, চুক্তিভিত্তিক, আউটসোর্সিং এবং কাজ নাই মজুরি নাই হিসেবে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে টাইফয়েড প্রতিরোধক ও নারী কর্মকর্তা-কর্মচারীদের জরায়ুমুখের ক্যান্সার (সারভাইক্যাল ক্যান্সার) প্রতিরোধক টিকা (ভ্যাকসিন) সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করার একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপ ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে এবং সেই সঙ্গে শরীরে টাইফয়েড ও জরায়ুমুখের ক্যান্সার (সারভাইক্যাল ক্যান্সার) প্রতিরোধক সক্ষমতা বৃদ্ধি করবে।