চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদ
চীন-মৈত্রী সেতু অবরোধ যান চলাচল ২ ঘণ্টা বন্ধ
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে রাজধানীর চীন-মৈত্রী সেতু অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় সিএনজি চালকরা। প্রায় ২ ঘণ্টা অবরোধ থাকার পর প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল সকাল ১০টায় চীন-মৈত্রী সেতুর মাঝখানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন চালকরা। চীন মৈত্রী সেতুতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এ সময় ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয় এতে করে দক্ষিণ বঙ্গের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে যানবাহন থেকে নেমে হেঁটেই অনেকেই সেতু পার হন। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও স্বাভাবিক করতে পারেনি যান চলাচল। পরে চাঁদাবাজি বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চালকরা। এদিকে দীর্ঘ ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজি পারাপার বন্ধ থাকে। এ বিষয়ে সিএনজিচালকদের নেতা মো. মুন্না বলেন, চাদাবাজি বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচি দেবেন তারা। ঢাকার কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।