ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এলাকাবাসী-শাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

এলাকাবাসী-শাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষে ১০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতে না দেয়ায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের সঙ্গে প্রথমে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাদের ভেতরে যেতে বাধা দেয়। তর্কবিতর্কের একপর্যায়ে শাবি শিক্ষার্থী ও স্থানীয় বহিরাগতদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে উভয়পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। শাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনের সড়ক অবরোধের সৃষ্টি করেন। এ সময় আখালিয়া এলাকাবাসী ও শাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। শাবির প্রক্টর কামরুজ্জামান চৌধুরী জানান, বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে শাবির দুই সহকারী প্রক্টরসহ আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে আমার বুপরও ইটপাটকেল পড়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত। ছাত্ররা হলে ফিরে গেছে। এ প্রসঙ্গে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পরিস্থিত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রধান ফটক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুইপক্ষের ইটপাটকেলের আঘাতে প্রায় ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত