রাজশাহী সিটি ভোট

মোটরযানে জরিমানা ৩১ লাখ

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে চেকপোস্ট বসিয়ে মোটরযানের ওপর প্রায় ৩১ লাখ টাকা জরিমানা করেছে মেট্রোপলিটন পুলিশ। গতকাল নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী গত ২৩ মে থেকে ১৬ জুন পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়। এতে মোট দুই হাজার ৪০১টি মামলা করা হয়। আটক করা হয়েছে ৮৯৮টি যানবাহন। আর জরিমানা আদায় করা হয়েছে ৩০ লাখ ৯৬ হাজার ১৫০ টাকা। আগামী ২১ জুন রাজশাহী সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।