বীরগঞ্জে উপবৃত্তি নিয়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে ও প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়নে দিনব্যাপী এ উপবৃত্তি বাস্তবায়ন ওরিয়েন্টেশন প্রশক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম। ওরিয়েন্টেশনে প্রশিক্ষক ছিলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (প্রশাসন) আশ্রাফুল মামুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল আখতার। প্রশিক্ষণে উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও টি মাদ্রসার প্রধানসহ তথ্য ও প্রযুক্তিতে (আইসিটি) দক্ষ শিক্ষক অংশ নেন। অংশগ্রহণকারীদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সরকার কাদের উপবৃত্তি দিচ্ছে, কারা কারা উপবৃত্তির আওয়ায় পড়ে? কীভাবে উপবৃত্তিপ্রাপ্তদের নির্বাচন করা হবে, কেন উপবৃত্তি দেয়া হয় এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার মান বৃদ্ধি ও সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দেয়ার জন্য সরকারের কি কি পদক্ষেপ নিয়েছে তা নিয়েও এ সময় আলোচনা করা হয়।