দেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণে কিশোরগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা সমবায় কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কিশোরগঞ্জের হাওরাঞ্চলের মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসহ জীবনমান উন্নয়ন করতে কি কি চ্যালেঞ্জ নিতে হবে, তা নিয়ে আলোচনা হয়। হাওরের মেয়েদের শতভাগ শিক্ষাব্যবস্থার নিশ্চিতকরণ ও শিশু থেকে বয়ঃসন্ধিকালে তাদের পাশে থেকে শিক্ষা নিশ্চিতকরণসহ এসব বিষয়ে অভিভাবকদের সচেতন করে তোলার বিষয়টিও আলোচনায় আসে। পপি ও ডিআরআরএ এনজিও আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পপির নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার। বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ জোনের উপ-পরিচালক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলার সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কেএম এনামুল হক, মাললা ফান্ডের বাংলাদেশ ইন-কান্ট্রি রিপ্রেজেন্টিভ মোশাররফ তানসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।