ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে মেয়েদের শিক্ষা প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণে কর্মশালা

কিশোরগঞ্জে মেয়েদের শিক্ষা প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণে কর্মশালা

দেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারে সম্মিলিত উদ্যোগ গ্রহণে কিশোরগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা সমবায় কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কিশোরগঞ্জের হাওরাঞ্চলের মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসহ জীবনমান উন্নয়ন করতে কি কি চ্যালেঞ্জ নিতে হবে, তা নিয়ে আলোচনা হয়। হাওরের মেয়েদের শতভাগ শিক্ষাব্যবস্থার নিশ্চিতকরণ ও শিশু থেকে বয়ঃসন্ধিকালে তাদের পাশে থেকে শিক্ষা নিশ্চিতকরণসহ এসব বিষয়ে অভিভাবকদের সচেতন করে তোলার বিষয়টিও আলোচনায় আসে। পপি ও ডিআরআরএ এনজিও আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পপির নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার। বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ জোনের উপ-পরিচালক আবু নূর মো. আনিসুল ইসলাম চৌধুরী, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলার সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক কেএম এনামুল হক, মাললা ফান্ডের বাংলাদেশ ইন-কান্ট্রি রিপ্রেজেন্টিভ মোশাররফ তানসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত