ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ধানমন্ডিতে জালনোটসহ আটক তিন

ধানমন্ডিতে জালনোটসহ আটক তিন

জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা মাজেদুলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৩ এর একটি দল গত শনিবার সন্ধা সাড়ে ৬টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ২০০ টাকার ২টি ও ১০০ টাকা মূল্যমানের ৫২টি জালনোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর থানার বিদ্যাধরপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র মাজেদুল ইসলাম, টাঙ্গাইল জেলার মধুপুর থানার শটিবাড়ী গ্রামের মো. সায়েদ আলীর পুত্র আরিফ হোসেন ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ছোট রশিদপুর গ্রামের মাসুদ আলমের পুত্র শাহদত হোসেন। র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জাল নোটের ব্যবসার সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে জালনোট প্রস্তুত করে অন্যদের যোগসাজসে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের মধ্যে সাজেদুল সংঘবদ্ধ জালনোট প্রস্তুকারী চক্রের মূলহোতা। তার দলে একাধিক সদস্য রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত