ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগ

ডাক্তার লাঞ্ছিত
অপারেশনের সময় রোগীর মৃত্যুর অভিযোগ

কুষ্টিয়ার আদ্-দ্বীন হাসপাতালে পিত্তথলিতে পাথর অপারেশনের সময় ফিরোজা খাতুন (৪৫) নামের রোগীর মৃত্যুর ঘটনায় ডা. মো. আমিরুল ইসলামের সাথে অসদাচরণ করার ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টায় কুষ্টিয়া শহরস্থ থানাপাড়া ৬নং প্রাথমিক বিদ্যালয়ের সামনে আদ্-দ্বীন হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা খাতুন কুষ্টিয়া শহরস্থ থানাপাড়া জিকে স্কুলের পাশের বাসিন্দা মো. আয়ুব আলীর স্ত্রী। আহত ডাক্তার কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক মো. আমিরুল ইসলাম। অবসরের পর তিনি দ্বীন হাসপাতালে রোগী দেখেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গত রোববার পিত্তথলিতে পাথর অপারেশনের জন্য আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয় ফিরোজা খাতুনকে। গতকাল সকাল ৯টা ৩০ মিনিটে অপারেশনর সময় রক্তের চাপ বেড়ে যাওয়ায় রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ মান্নান হার্ট হাসপাতালে পাঠালে যাওয়ার পথে রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে অপারেশন সম্পন্নকারী ডাক্তারকে মারধর করে। পরে কুষ্টিয়া সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপারেশনের সময় সাথে থাকা আদ্-দ্বীন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আঁখি আক্তার বলেন, প্রথমে আমরা যখন রোগী নিয়ে আসলাম তখন রোগী আমাদের কোনো সমস্যার কথা আমাদের বলেনি। ডাক্তার আপারেশন করার সময় রোগীর সেচুরেশন কমে যায়। পরে আস্তে আস্তে সে আর শ্বাস নিতে পারছিল না। শ্বাস কষ্টের জন্যই হয়তো সে মারা গেছে। অপারেশন রুমে থাকা শিশু ওয়ার্ডের ইনচার্জ লাবণী আক্তার বলেন, রোগী আমাদের এখানে মারা যায়নি। অপারেশনের সময় রোগীর শ্বাসকষ্ট হওয়ায় মান্নান হার্ট হাসপাতালে যাওয়ার পথে রোগী মারা যেতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত