ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আরো ১৫৩ জনের করোনা শনাক্ত

আরো ১৫৩ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪৩ জন ঢাকা মহানগর, একজন গাজীপুর, একজন নারায়ণগঞ্জ, দুইজন চট্টগ্রাম, দুইজন কক্সবাজার, একজন রাজশাহী, দুইজন দিনাজপুর ও একজন বরিশাল জেলার বাসিন্দা। তবে এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪১ হাজার ৬২৩ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৬৪৭টি নমুনা সংগ্রহ ও ১৬৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৬ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত