ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ফায়ার সার্ভিসের সাথে ট্রেনিং কমপ্লেক্স ও বিভাগীয় দপ্তরের এপিএ চুক্তি স্বাক্ষর

ফায়ার সার্ভিসের সাথে ট্রেনিং কমপ্লেক্স ও বিভাগীয় দপ্তরের এপিএ চুক্তি স্বাক্ষর

দায়বদ্ধতা নিশ্চিতকরণ, প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, সেবার মানোন্নয়ন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো এবং প্রদত্ত সেবা সহজীকরণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাথে ট্রেনিং কমপ্লেক্স ও বিভাগীয় দপ্তরের ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি জানান- গত ১৯ জুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় অধিদপ্তরের পরিচালকসহ (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ঢাকা বিভাগ ও ট্রেনিং কমপ্লেক্সের সাথে সরাসরি এবং অন্য সাতটি বিভাগের সাথে অনলাইনে অধিদপ্তরের এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক এবং বিভাগের পক্ষে বিভাগীয় উপ-পরিচালকগণ ও ট্রেনিং কমপ্লেক্সের পক্ষে অধ্যক্ষ চুক্তিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য, স্বাক্ষরিত চুক্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার সম্পর্কিত কর্মপরিকল্পনাসহ চারটি কর্মসম্পাদন ক্ষেত্র, ১৩টি কার্যক্রম ও ২৮টি কর্মসম্পাদন সূচক অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত