ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

সিরাজগঞ্জে কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গুদামে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জ্বল হোসেনের নেতৃত্বে ওই উপজেলার শ্রীকোলা, কাওয়াক ও শ্যামলীপাড়া মহল্লার ১৫টি গুদামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে চলনবিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ চায়না দুয়ারি জাল গোপনে আমদানি করে বিক্রির জন্য তাদের গুদামে মজুদ করেছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে গুদামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২১২ বস্তা জাল (১৬৯৬ পিচ) জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ১ কোটি টাকা। এ অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ জালের মালিকরা সবাই পালিয়ে যায় এবং জব্দকৃত জাল আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত