বিদেশি শক্তি দেশে গণতন্ত্রের পাঠশালা খুলে বসেছে

বললেন হানিফ

প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিদেশি শক্তি বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে দেশে গণতন্ত্রের পাঠশালা খুলে বসেছে। গতকাল আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মাহবুব উল আলম হানিফ বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর কোথায় ছিল গণতন্ত্র, কোথায় ছিল মানবাধিকার। আমাদের প্রায় ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী হিসেবে নৌকা মার্কায় ভোট দেয়ার কারণে। ১০ হাজার মা-বোনকে পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের মানবতা। কোথায় ছিল গণতন্ত্র যখন আমাদের নেতা শাহ এমএস কিবরিয়াকে প্রকাশ্য জনসভায় হত্যা করা হলো। তিনি বলেন, আমাদের সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টারকে যখন প্রকাশ্যে হত্যা করা হলো, তখন কোথায় ছিল গণতন্ত্র ও আইনের শাসন।